পেনড্রাইভ বুটেবোল করুন (Make Your Pendrive Bootable) এবং পেনড্রাইভ দিয়ে পিসিতে OPERATING SYSTEM INISTALL করুন ।।

আসসালামু আলাইকুম,
           আমার নিজস্ব ব্লগ-এ প্রথম লিখা শুরু করছি , তো পিসিতে অপারেটিং সিস্টেম (WINDOWS) সেটাপ টা দিয়েই শুরু করি। ওহ অপারেটিং সিস্টেম সেটাপ দিতে তো বুটেবোল সিডি/পেনড্রাইভ লাগে । চলুন সেটাই বানাই ।
            আমরা অনেকেই শুনেছি পেনড্রইভ দিয়ে সিডি-এর চেয়ে দ্রুত অপারেটিং সিস্টেম সেটাপ দেয়া যায় । আমার কাছেও তাই মনে হয়েছে যে কথা সত্য । চলুন শুরু করা যাক ।
ধাপ সমুহ ::::
১। প্রথমে Rufus.exe ফাইলটি
ডাউনলোড করে নিন এখান থেকে ।
২। RAR ফাইলটি EXTRACT করলে rufus.exe সফটওয়্যারটি পাবেন । এটি একটি পোর্টেবোল সফটওয়্যার । INSTALL করার ঝামেলা নেই ।
৩। এবার পিসিতে পেনড্রাইভ লাগিয়ে, খালি করে, প্রয়োজনীয় ডাটা সরিয়ে রাখুন , তারপর সফটওয়্যারটি RUN করুণ ।
৪। এখন চিত্র অনুযায়ী (1) সফটওয়্যার-এর Device হিসেবে আপনার PENDRIVE/CD-এর নামটি সিলেক্ট করুন ।
৫। এখন চিত্রের মত (2) Creat a bootable disk using: FreeDOS লেখাটির পরের CD ইমেজটির উপর ক্লিক করুন ।

৬। এখন আপনার পিসিটে ডাউনলোড করা/সংগ্রহ করা ISO ফাইলটি সিলেক্ট করুণ । চিত্রের মত (3),

৭। এখন সিলেক্ট হয়ে গেলে সবচেয়ে নীচে START এ ক্লিক করুন । চিত্রের মত (4),

৮। এখন আপনার পেনড্রাইভ/সিডি-টি ফরম্যাট চাইলে বা যা আসে YES দিয়ে দিন । এখন আপনার পেনড্রাইভটি বুটেবোল হতে ২০-২৫/১৫ মিনিটের মত সময় লাগবে ।
৯। PROCESSING শেষ হলে আগের window আবার ফিরে আসবে । এখন window-টি/ সফটওয়্যারটি CLOSE করে দিন । চিত্রের মত (5),


১০। এখন আপনার পেনড্রাইভ/সিডিটি বুটেবোল হয়ে গিয়েছে ।
১১। বুটেবোল  পেনড্রাইভকে আনবুটেবোল/নরমাল করতে ফরম্যাট দিলেই ঠিক হয়ে যাবে ।
                             
                       আসলে জীবনে যা-ই জানবেন সবই অল্প ।

                ধন্যবাদ আপনাদের । পোস্টটি কেমন লাগলো দয়া করে COMMENT করে জানাবেন । কোন সাজেশন থাকলেও জানাবেন, উৎসাহিত হব ।

No comments:

Powered by Blogger.