বরফের গাড়ি !! কথাটি শুনতে আজব মনে হলেও সত্য ।।

                  CANADIAN TIRE নামক একটি প্রতিষ্ঠান নিজেদের বানানো MOTOMASTER EMULATOR- ব্যাটারি যা মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রার নিচেও অধিকতর সক্ষম তার প্রমান সরূপ ১১০০০ পাঊণ্ডের চেয়ে বেশি ওজনের বরফের টুকরা কেটে এই বরফের গাড়িটি প্রস্তুত করে ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ।
                      গাড়িটির কাঠামোর জন্য ষ্টীল ফ্রেমের ওপর বডিটি স্থাপন করা হয় ।  গাড়িটি 2005 Chevy Silverado মডেলের
একটি রিপ্লিকা । গাড়িটি অনেকটা দূরত্ব প্রায় ১২ মাইল পার ঘণ্টা বেগে  চালানোর পর এবং ফটো/ভিডিও রেকর্ডিং করা শেষ হলে পুনরায় গ্যারেজে ফিরিয়া নিয়ে গলানো হয়।

আরও কিছু ছবি ::





                             
                          আরও জানতে CANADIAN TIER-এর সাইট  ভিজিট করুন ।

                              আসলে জীবনে যা-ই জানবেন সবই অল্প । ধন্যবাদ

No comments:

Powered by Blogger.